টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং আইসিসি ট্রফি জয়ের নায়ক আকরাম খান। ২০১৪ সালে প্রথমবার বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর আগের দুইবারে প্রায় পুরোটা সময় ধরে পালন করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির মত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবারের বিসিবি নির্বাচনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন বোর্ডে সফল চেয়ারম্যানদের মধ্যে অন্যতম আকরাম খান। বেশ দক্ষতার সাথে তিনি অপারেশন্স কমিটির দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনের পর এখনো গঠিত হয়নি সাব কমিটিগুলো। সে হিসেবে এখনো আকরাম খান বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান’। সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সাথে সাথেই নিজের ফোন বন্ধ করে দেন আকরাম খান। যে কারণে বার বার ফোন করেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকরাম খানের ফোন বন্ধ থাকলেও সাবিনা আকরাম গণমাধ্যমকে জানিয়েছেন ‘এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। দ্রুতই আকরাম খান নিজ মুখে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে। সাবিনা আকরাম বলেন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর অপারেশন্স কমিটিতে থাকবে না। এখানে অন্যকোন কারণ নেই। তবে নানাদিকে গুঞ্জন উঠেছে আকরাম খানতে এবারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে সরিয়ে দিতে পারে। আগামী সপ্তাহে বিসিবির নব নির্বাচিত কমিটির প্রথম সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষিত হতে পারে। তাই আকরাম খান নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাবিনা আকরাম বললেন এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত। এখানে অন্যকোন কারণ নেই।