বিসিএসে বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন

২৫ ক্যাডারের কলম বিরতি কর্মসূচি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিভিল সার্ভিসকে (বিসিএস) ভারসাম্যহীন ও অকার্যকর করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া বিসিএসে বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালনকালে তারা এ মন্তব্য করেন। বিসিএসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, সহকারী পরিচালক ডা. শামিমা হাসনাত ও ডা. এ এস এম সাকিব। এসময় তারা উপসচিব পদে সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেওয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে তাদের সন্তানেরা, ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসন ক্যাডার আজ সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তদের হাতে। এটা হতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধমনমোহন সিংয়ের জীবনাবসান
পরবর্তী নিবন্ধখালে কুড়িয়ে পাওয়া গেল শিশু স্থান হবে ছোটমনি নিবাসে