বিসিআইসিতে নতুন চেয়ারম্যান ইমদাদুল

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) হিসাবে সোমবার যোগ দিয়েছেন। শাহ মো. ইমদাদুল হক বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরিতে যোগদানের পর মাঠপর্যায়ে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল এভিয়েশনের মেম্বার সিকিউরিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শাহ মো. ইমদাদুল হক বিসিআইসিতে যোগদানের আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমৃত ১৮ পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা দেওয়ার নির্দেশ