বিষ্টি নামের মিষ্টি মেয়ে
খুব অভিমান করে,
আজ কটা দিন থাকলো পড়ে
একলা একা ঘরে।
আকাশটাও বেজায় ভারি
কালো মেঘের ভেলায়,
পাড়ার সবাই উঠলো মেতে
নাও ভাসানোর খেলায়।
মেঘের কোলে জলের ভেলায়
ঢাকের মাদল বাজে,
আকাশটা আজ সাজলো হঠাৎ
কী অপরূপ সাজে।
চতুরদিকে আঁধার–কালো
তুলছে মেঘের ফনা,
ঝপঝপাঝপ নামবে এখন
বিষ্টি–জলের কণা।