বিষ্টি মেয়ের মিষ্টি ছড়া

ইসমাইল জসীম | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

বিষ্টি নামের মিষ্টি মেয়ে

খুব অভিমান করে,

আজ কটা দিন থাকলো পড়ে

একলা একা ঘরে।

আকাশটাও বেজায় ভারি

কালো মেঘের ভেলায়,

পাড়ার সবাই উঠলো মেতে

নাও ভাসানোর খেলায়।

মেঘের কোলে জলের ভেলায়

ঢাকের মাদল বাজে,

আকাশটা আজ সাজলো হঠাৎ

কী অপরূপ সাজে।

চতুরদিকে আঁধারকালো

তুলছে মেঘের ফনা,

ঝপঝপাঝপ নামবে এখন

বিষ্টিজলের কণা।

পূর্ববর্তী নিবন্ধচোর পালালে বুদ্ধি বাড়ে
পরবর্তী নিবন্ধআমার গ্রাম