বিষণ্নতায় আচ্ছন্ন মুগ্ধতা

নাজনীন লাকী | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

আমার অকারণে মন খারাপ হয়

আমি নিজেকে দেখেই নিজে অবাক হই।

আমার মন খারাপের সময় অসময় নেই

আত্মবিশ্বাস যতটুকু সব যে উচ্ছন্নে যায় বুঝি?

তবুও সবিশেষ খুঁজে ফিরি মুগ্ধতা।

মুগ্ধতা আমার অলংকার

আমায় দেখে কেউ মুগ্ধ হয়,

এ মুগ্ধতার অর্থ খুঁজে না পাই।

আমি বলি বিষণ্নতায় কেবলি অবিচল

মুগ্ধতা তুমি মুগ্ধ করতে সচল।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্নলিপি
পরবর্তী নিবন্ধদহন দিনের শেষে