বিষণ্ন বিস্ময়

আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

হাতল ভাঙা চায়ের কাপ।

পিরিচটাও আধো ভাঙা।

ফুঁ বা সুরুৎ করে

টানার উপায় নেই।

মুচিরও অরুচি ধরে গেছে

পুরোনো স্যান্ডেল সারাইয়ে।

ছেঁড়া লুঙ্গির ব্রাশে

পলিশড্‌ করার হাঁপানো

চেষ্টা, শার্টের বোতাম

ময়লা সুতোয় সেলাই।

কালো চামড়ার বেল্ট

কুষ্ঠরোগাক্রান্ত…….

তোষকের তলায়

ঝলসানো প্যান্ট ।

তিন দিন রান্না চলে

জং ধরা ফ্রিজের

বাসি মেরামত দিয়ে।

ফুঁটোবিহিন মেলামাইনের

রং চটকানো থালা

বিলাসিতা এইটুকুন।

অর্থ নয় বিত্ত ছয়

বিষণ্ন বিস্ময় ..

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যা হলেই
পরবর্তী নিবন্ধঝাপসা শেষোক্তি