বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া খদুল্যাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার ৮ শিক্ষার্থী বিষ মিশ্রিত পানি পান করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিকিৎসা সেবা চলছে। পূর্ব চেচুরিয়া খদুল্যাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক সাআদ আরাফাত জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা ভুলবশত বিষের বোতল মাদ্রাসার পানির ড্রামে ঢেলে দেয়। সেই পানি খেয়ে ছাত্ররা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুমিনুল হক জানান, বিষমিশ্রিত পানি খাওয়া মো. মুনতাকিম (৮), মো. হোছন (১২), তাহরীব হোসেন (১০), শাহেদুল ইসলাম (১১), মেহেরাজ (১২), সাইদুল ইসলাম (১২), আবদুল্লাহ আল মামুন (১৩), আয়াত হোসেনকে (৯) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকেরা হাসপাতালে এসে ভিড় জমায়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) শুধাংশু শেখর হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে বিষমিশ্রিত পানি পান করা ছাত্রদের তথ্যসহ বিস্তারিত সংগ্রহ করে। এ সময় অভিভাবকদের সাথে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, ইউপি সদস্য আবদুল আলীমসহ ছাত্রদের স্বজন সাথে ছিল। অসুস্থ ছাত্রদের অভিভাবক সরওয়ার বলেন, ভুলবশত মাদ্রাসার পাশে পাওয়া বিষের বোতল ড্রামের পানিতে ঢেলে দিয়ে এ ঘটনা ঘটে।