প্রথম দিকে বলা হচ্ছিল জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের আদলে দ্বিতীয় সারির দল পাঠানো হবে। পরে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হলো একমাত্র সাকিব বাদে পুরো শক্তির দল পাঠানো হবে। যেহেতু সাকিব জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন। কিন্তু্তু গতকাল দেখা গেলো জিম্বাবুয়ে সফরের দলে নেই টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদইল্লাহ এবং ব্যাটার মুশফিকুর রহিম। বলা হয়েছে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। কদিন ধরে বেশ আলোচিত হচ্ছিল টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব হারাচ্ছেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। একই সাথে বিশ্রামের কথা বলে দল থেকেও বাদ দেওয়া হলো মাহমুদউল্লাহকে। তবে হয়তো বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের তিনজাতি সিরিজে এবং বিশ্বকাপের দলে ফিরবেন মাহমুদউল্লাহ তবে অধিনায়কত্ব পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
যদিও বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন মূলত সাকিব আল হাসান। এমনটি শোনা যাচ্ছে বেশ কদিন ধরে। যেহেতু তিনি জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন তাই সোহান এ দায়িত্ব পালন করবেন। এই সফরে মাহমুদউল্লাহ, সাকিব ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। তামিম আগেই ঘোষনা দিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসরের। আর মাশরাফিতো নেই অনেক আগে থেকেই। যার অর্থ দাড়ালো এই প্রথম পঞ্চপান্ডবের একজনও থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন জিম্বাবুয়ে সফরের এ দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। আর সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। তিনি বলেন টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। আমরা কয়েকদিন ধরে আলাপ আলোচনা করছিলাম। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছি না। সেজন্য সামনে যেহেতু টি-টোয়েন্টি একটা সিরিজ আছে, এ জন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের। এদিকে তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক কেউ না থাকলেও টি-টোয়েন্টি দলে তেমন কোন পরিবর্তণ নেই। কেবল দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং পেসার হাসান মাহমুদ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি সদস্যরা রয়ে গেছেন দলে।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঃ মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন।