বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মই (টার্নটেবল ল্যাডার) পাচ্ছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর। এই মই দিয়ে ২৪ তলা ভবনেও অগ্নিনির্বাপণ করা যাবে। গতকাল ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে দুটি মই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ রকম আরো তিনটি মই আসবে। এর মধ্যে একটি চট্টগ্রাম দপ্তরকে দেয়া হবে। গতকাল রাতে দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। জানা গেছে, জার্মানির তৈরি মইটি ৩৪ টন ওজনের ফোর স্ট্রোক ইঞ্জিন ডিজেল চালিত। চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে ফায়ার সার্ভিস আগুন নেভাতে এই মই ব্যবহার করছে। ৩০০ লিটার জ্বালানি ধারণ ক্ষমতার এই মইয়ের টার্নিং রেডিয়াস ৪১ ফুট আর এভিয়েশন এঙ্গেল মাইনাস ১০ থেকে প্লাস ৭৫ ডিগ্রি। প্রতিটি মইয়ের সঙ্গে গাড়িতে ১ হাজার ৮০০ লিটার পানি, ২০০ লিটার ফোম রাখা যাবে। গাড়ির বাস্কেটে ৩ জন উঠে আগুন নেভানোর কাজ করতে পারবেন।