প্রতি বছরের মতো বিশ্বের সবচেয়ে বড় উট উৎসবের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। উপসাগরীয় বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও সৌদির উট মালিকরা এ উৎসবে অংশগ্রহণ করবেন। সৌদির রাজধানী রিয়াদে ৪০ দিন ধরে চলবে এ উৎসব যা শুরু হবে ১ ডিসেম্বর। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব সৌদি ক্যামেল ক্লাব আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠান। প্রায় ৩৩ হাজার উটের মালিক এই বছর উৎসবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রিয়াদের উত্তরাঞ্চলে ৩২ বর্গ কিলোমিটার এলাকাজুরে এ উৎসব অনুষ্ঠিত হবে।