ফিলিপিন্সের ম্যানিলা চিড়িয়াখানায় নিজের খোঁয়াড়ে প্রায় একাকী জীবন যাপন করা দেশটির একমাত্র হাতিটি মারা গেছে। যেটির নাম ছিল মা’লি। প্রাণী অধিকার রক্ষাকর্মীরা মা’লিকে বিশ্বের সবচেয়ে দুঃখী হাতির একটি বলে বর্ণনা করেন।
বিবিসি জানায়, গত চার দশকের বেশি সময় ধরে ম্যানিলা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এবং সবার ভালোবাসার প্রাণী ছিল হাতিটি। মা’লি একটি এশীয় প্রজাতির মেয়ে হাতি ছিল। খবর বিডিনিউজের। ফিলিপিন্সের একমাত্র হাতি মা’লির একাকী জীবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রাণী অধিকার রক্ষাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে গেছেন। তাদের একজন পল ম্যাককার্টিনি, যিনি বারবার কর্তৃপক্ষকে বলেছেন মা’লিকে যেনো হাতির কোনো অভয়ারণ্যে স্থানান্তর করা হয়।
ম্যানিলার মেয়র হানি লাকুনা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে মা’লির মৃত্যুর খবর জানান। বলেন, চিড়িয়াখানায় মা’লিকে দেখতে যাওয়া তার শৈশবের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি।
শ্রীলঙ্কা সরকার ১৯৮১ সালে সে সময়ে ফিলিপিন্সের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসেবে মা’লিকে দিয়েছিল। হাতটির পুরো নাম ছিল বিশ্ব মা’লি। সে সময় হাতিটির বয়স ছিল ১১ মাস।