বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিনে বাংলাদেশ

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিন ২০২৩এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। গত ৭ মার্চ থেকে শুরু হয়ে আজ ৯ মার্চ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন বোর্ডের সহ প্রদর্শক হিসেবে দেশের দশটি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় ১৬৯টি দেশের ৫৫০০ প্রদর্শক তাদের পর্যটন পণ্য ও সেবা (ট্যুর প্যাকেজ) প্রদর্শন করে।

মেলার আয়োজক দেশ জর্জিয়া। সিটিকিউব বার্লিনে গত ৬ মার্চ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গরিবাশভিলি উপস্থিত ছিলেন। ৭ মার্চ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বে পরিচিত করতে এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস ব্যক্ত করেন। মেলার সমন্বয়কারী জার্মানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে। তবে এই খাত থেকে লাভবান হওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে এটিকে প্রচার করতে হবে। আইটিবি বার্লিন একটি নিখুঁত প্ল্যাটফর্ম যেখানে আমরা এই প্রচার নিশ্চিত করতে পারি।

মেলায় অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্রমবর্ধমান পর্যটন অবকাঠামোকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সাথে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে। ‘পরিবর্তনের জন্য উন্মুক্ত’ স্লোগান নিয়ে মেলাটি শুধুমাত্র বি২বি দর্শকদের জন্য একটি ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বাংলাদেশের পর্যটন পণ্য ও সেবার বৈচিত্র্যময় পরিসর বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।

এদিকে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সাথে বাংলাদেশে জার্মানের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল। এ সময় জার্মানির বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে কিভাবে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য
পরবর্তী নিবন্ধগৃহকর নিয়ে অভিযোগ থাকলে আপিল বোর্ডে আসুন : মেয়র