বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচদিনব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের গতকাল তৃতীয় দিনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বর্ণিল লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক রতনতনু ঘাটী। তিনি বলেন, শেখ রাসেল স্মরণে ছোটদের বইমেলা পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, বাংলা শিশুসাহিত্যের আড়াইশত বছরের ইতিহাসে অনেক গৌরব রয়েছে। এতে করে বিশ্ব সাহিত্যে বাংলা শিশুসাহিত্য তার একটি দারুণ অবস্থান গড়ে নিয়েছে।
কবি শিশুসাহিত্যিক সুজন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রহীম শাহ, কবি ড. মানজুর মুহাম্মদ, কথা সাহিত্যিক মিলন বণিক। সূচনা বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক অমিত বড়ুয়া। লেখক সম্মিলনে মেলা উপলক্ষে প্রকাশিত লেখকদের নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান। এবারের মেলায় ১০ জন শিশু সাহিত্যিকের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হল- সাহিত্যিক ড, আনোয়ারা আলমের ‘ক্র্যাক প্লাটুনের রবিন হুড’, প্রাবন্ধিক নেছার আহমেদের ‘অন্তহীন শোকের নদী শেখ রাসেল’, কাসেম আলী রানার ‘এই হাসি এই কান্না, রাশিদা তিথির ‘লাল সবুজের পতাকা’, ইফতেখার মারুফের ‘রাসেল তোমাকে ভালবাসি’, সনজীত দে’র ‘পঙ্খিরাজের ডানায় চড়ে’, জোনাকী দত্তের ‘প্রতীকের স্বপ্ন’, রুনা তাসমিনার ‘নাম ছিল তার রাসেল’,এমরান চৌধুরীর ‘ভোরের শিশির শেখ রাসেল’, আখতারুল ইসলামের ‘গণিতের ধাঁধা’। কবি সাইদুল আরেফীনের সঞ্চলনায় লেখক সম্মিলনে স্ব স্ব বই নিয়ে লেখকরা নিজের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর রীতা দত্ত। উদ্বোধন পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ বন্দর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক ছড়াকার রাশেদ রউফের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, কবি ঝুমঝুমি প্রধান সম্পাদক পাশা মোস্তফা কামাল, শিশু সাহিত্যিক মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কবি জিন্নাহ চৌধুরী। শিশু সাহিত্যিক জসীম মেহবুবের সভাপতিত্বে ছড়া-কবিতা পাঠের আসরে লেখা পাঠ করেন কবি পারভীন আকতার, পিংক দাশ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, প্রতিমা দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, ডা প্রণব কুমার চৌধুরী, প্রিয়াংকা সরকার, ফাতেমা ফেরদৌস নীপা, ফারজানা আজিম, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফেরদৌস আরা রিনু, বদরুন নেসা সাজু, বনশ্রী বড়ুয়া রুমি, বিচিত্রা সেন, বিকিরণ বড়ুয়া, বিপ্রতীপ অপু, বিবেকানন্দ বিশ্বাস, বিভা ইন্দু, বিভাস গুহ, বিশ্বজিত বড়ুয়া, মর্জিনা আখতার, মর্জিনা হক চৌধুরী পপি, মল্লিকা বড়ুয়া, মাজহার হেলাল, মার্জিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মাহবুবুল হাসান, মিতা দাশ, মিতা পোদ্দার, মিনহাজুল ইসলাম মাসুম, মুক্তা রাণী দেবী, মুশফিকুর রহমান, মৃণালিনী চক্রবর্তী, মেহেরুন্নেসা রশীদ, মো. ফজলুল কাদের, মোয়াজ্জেম হোসেন, আসিফ ইকবাল প্রমুখ। খবর বিজ্ঞপ্তির