বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির(সিআইইউ) বিজনেস স্কুলের অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর বিশ্বমানের গবেষকদের তালিকায় উঠে এসেছে চট্টগ্রামের তারুণ্যমুখর বিদ্যাপীঠ সিআইইউ’র এই গবেষকের নাম।
তার পাশাপাশি বিশ্বমানের গবেষকের তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জনের নাম প্রকাশ করা হয়েছে যার ভেতর বাংলাদেশ থেকে রয়েছে ১ হাজার ৭৯৮ জন গবেষকের নাম।
অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বর্তমানে সিআইইউ জার্নালের এডিটর হিসেবে কাজ করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (এইচআরএম) বিষয়ে পিএইচডি অর্জন করার পর ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়াতে (ইউএসএম) ‘কমনওয়েলথ-এমডিসা’র ফেলোশিপের অধীনে পোস্ট ডক্টরাল লাভ করেন।
ড. আবসারের ৩০টিরও বেশি প্রকাশনা রয়েছে যা গুগল স্কলার অনুযায়ী ৫০০ বারের বেশি উদ্ধৃত করা হয়েছে। তিনি সাউথ এশিয়ান জার্নাল অভ এইচআরএম (সেজ কর্তৃক প্রকাশিত)-এর সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন ধরে।
এদিকে, এডি সায়েন্টিফিক ইনডেক্স-তাদের ওয়েবসাইট জানায়, র্যাঙ্কিংয়ে ১২টি ক্যাটাগরিতে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ, এইচ-ইনডেক্স এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।