বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে শিক্ষকদের জ্ঞান-গবেষণায় মনযোগী হতে হবে

আইকিউএসির কর্মশালায় চবি উপাচার্য

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য ‘রাইটিং পেপারস অ্যান্ড প্রজেক্ট প্রপোজালস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রোবাবর সকাল সাড়ে ১০টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। চবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।
উপাচার্য তার বক্তব্যে বলেন, আমাদের তরুণ শিক্ষক-গবেষকবৃন্দ অত্যন্ত মেধাবী। তাদের এ মেধাকে আরও শাণিত এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে কর্মশালায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান-গবেষণায় বিশ্ববিদ্যালয়কে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করতে শিক্ষকদের গবেষণায় মনযোগী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএলের কোয়ালিটি কোয়েস্টের এসোসিয়েট মিট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহানগর রিকসা মালিক ও চালক ইউনিয়নের সভা