বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক শিক্ষা চাই

| বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় শুধু পড়াশুনার জন্য নয়, মুক্তবুদ্ধি চর্চারও কেন্দ্র। বাস্তবে কতটুকু গবেষণামূলক শিক্ষা দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে? এখানে পড়াশোনা হয়ে গেছে শীট ভিত্তিক, নির্দিষ্ট কোনো বই নেই। শিক্ষাকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে ক্লাস আর পরীক্ষার মধ্যে। অনেকেই পরীক্ষার আগে শীট পড়ে ভালো সিজিপিএ অর্জন করলেও বাস্তবে তারা যোগ্যতাসম্পন্ন নয়। যোগ্যতাসম্পন্ন না হওয়ার কারণে, ভালো সিজিপিএ থাকা সত্ত্বেও পাচ্ছে না চাকরি। যার ফলে তারাও যোগ দেয় বেকারত্বের খাতায়। এভাবেই দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এর পেছনে আরেকটি কারণ হচ্ছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রে যে সকল শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে তাদের উল্লেখযোগ্য কোনো গবেষণা নেই। নেই কোনো মৌলিক গ্রন্থ। এছাড়াও বেশিরভাগ শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই। রাজনৈতিক প্রভাব ও ধামাধরা ধারায় চলছে পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য। যেখানে শিক্ষকদের গবেষণামূলক শিক্ষাই নেই সেখানে তারাই বা কেমন করে শিক্ষার্থীদের গবেষণামূলক শিক্ষা দিবে? উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মতো এ দেশেও গবেষণা হোক, শিক্ষার্থীরাও গবেষণামূলক শিক্ষা গ্রহণ করুক এবং যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে উঠুক। সর্বোপরি বলতে চাই, যোগ্য শিক্ষকদের নিয়োগ দেওয়া এবং শীট ভিত্তিক পড়াশোনা উঠিয়ে গবেষণামূলক শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হোক।

মো:আমিনুল ইসলাম

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআর্থার শাওলো : নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী
পরবর্তী নিবন্ধচলন্ত সিএনজি টেক্সিতে আগুন এক পরিবারের ৫ জন দগ্ধ