বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালকের সঙ্গে মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা ডিভিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।

শনিবার (২৩ আগস্ট) সিবিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, ডিন মসিউর রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, বিভাগীয় প্রধানগণ ও সিনিয়র শিক্ষকমণ্ডলী। এ সময় ইউজিসি প্রণীত বিভিন্ন কমপ্লায়েন্সসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা ইউজিসি পরিচালক অবলোকন করেন এবং আউটকামবেজড এডুকেশন (ওবিই) বেসড শিক্ষারমান অটুট রাখার উপর গুরুত্বারোপ করেন। সিবিইউএফটির সকল কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বেশকিছু পরামর্শ দেন।

ভিসি প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিতে কোনো কমেপ্রামাইজ করা হয় না এবং এ বিষয়ে সিবিইউএফটি ট্রাস্টি বোর্ড অত্যন্ত সচেতন।

তিনি বলেন, চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় নতুন হলেও শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ইউজিসির সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীমুক্তিতে নজরুলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সিএসই টেক ফেস্ট