নগরের পাঁচলাইশ ও ইপিজেড থানা এলাকায় পৃথক ঘটনায় আবরা ইয়াসমিন চৌধুরী শামীম (২১) নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মো. সিয়াম নামে নবম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পাঁচলাইশ এশিয়ান হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডে ভাড়া বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন শামীম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শামীম নগরের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি সাতকানিয়ার দেওদিঘি এলাকায় আইয়ুব আলী চৌধুরীর মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শামীম।
এদিকে বাবা বকা দেওয়ায় গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে আয়েশার মার গলির ভাড়া বাসায় আত্মহত্যা করে সিয়াম। পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে সিয়ামকে তার বাবা বাহালুল হক ওষুধ কিনে আনতে পাঠান। নির্ধারিত দোকানের পরিবর্তে অন্য দোকান থেকে ওষুধ কেনায় তিনি বকা দেন। এরপর সিয়াম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাত ১১টার দিকে অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে তার মা ও মামা দরজা ভেঙে তাকে জানালার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান।