বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করুন

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। ৭৫৩ একরের এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বৃহৎ এই চত্বরে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী সহ নানান শ্রেণি পেশার মানুষের চলাচল। প্রায়ই নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের অনেক রাস্তায় আলোর স্বল্পতার কারণে আতংকিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল হতে চারুকলা ও কৃষি অনুষদের রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক যেন অপরাধীর জন্য স্বর্গরাজ্য। সম্প্রতি ২ রা ডিসেম্বর দিনের বেলায় চারুকলা অনুষদের একজন ছাত্রীর সাথে ছিনতাই এর ঘটনা ঘটে। বাইকে অবস্থানরত দুষ্কৃতকারীরা সফল হতে না পারলেও ভুক্তভোগী শিক্ষার্থী সহ সকলে আতংকিত। এমতাবস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে পুলিশ নিয়োগ থাকলেও তাদের কর্মে উদাসীনতা এই দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠুক নিরাপদ এই কামনায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জরুরি অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সোচ্চার হবেন।

আবিদা সুলতানা

শিক্ষার্থী, মৃৎশিল্প ডিসিপ্লিন,

রাজশাহী বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধরুব গোল্ডবার্গ : নতুন ধারার কার্টুন আবিষ্কারক
পরবর্তী নিবন্ধমরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে বাঁচবে