‘বিশ্বজনীন শান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শনের গুরুত্ব অপরিসীম’

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (.) ১২০তম বার্ষিক ওরশ শরীফ গত ২৪ জানুয়ারি দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর (.) আয়োজন ও ব্যবস্থাপনায় সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত দর্শনের নির্দেশনা প্রচারকদের সংগঠন আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী সংসদ, খাদেমুল ফোকরা ফাউন্ডেশন, ওরশ শরীফ সুপারভিশন কমিটির খাদেমানগণের সুচারু দায়িত্বে প্রশাসনিক সহযোগিতায় পার্কিং, যাতায়াত, আবাসন জায়েরীনদের জিয়ারত, জামাত সহকারে ওয়াক্তের নামাজের ইবাদাত,কুরআন তিলাওয়াত, জিকির আজকার, মাহফিলে সা’মা, মানবিক ও সামাজিক সৃজনশীল অনুষ্ঠান এন্তেজাম করা হয়। এছাড়াও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে গাউসুলআজম মাইজভাণ্ডারীর সকল আওলাদে পাকগণের উপস্থিতিতে রওজাপাকে গিলাফ পরিবর্তন করা হয়। সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী দরবারের ত্বরিকা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও তরুণ পরিষদের মেরাজুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধইপিজেডে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ