গত রোববার শেষ হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবারের আসরের শিরোপা জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ শেষে নিয়ম মোতাবেক বিশ্বকাপের সেরা একাদশ গঠন করেছে আইসিসি। সে একাদশে নেই বাংলাদেশের কোন ক্রিকেটার। কারন টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করা হয় এই একাদশ। বাংলাদেশের কোন ক্রিকেটার তেমন কোন পারফরম্যান্স দেখাতে পারেনি যে যার জন্য এই একাদশে জায়গা পেতে পারে। তবে দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজা ধারাবাহিকতা ধরে রেখে আলো ছড়িয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। টুর্নামেন্টে জিম্বাবুয়ের তিন জয়েই ম্যাচ সেরা এই অলরাউন্ডার। যা এবারের আসরে সর্বোচ্চ। এমন পারফরম্যান্সে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন রাজা।
স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের রায়ের ভিত্তিতে এবারের বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন ৬ দেশের ক্রিকেটার। যেখানে শিরোপা জেতা ইংল্যান্ডের আছেন সর্বোচ্চ ৪ জন। দলটির অধিনায়ক জস বাটলারকেই দেওয়া হয়েছে বিশ্বকাপ একাদশের নেতৃত্বভার। একাদশে উইকেটরক্ষকও তিনি।
এই একাদশে রয়েছে ইংল্যান্ডের চারজন, ভারতের দুই জন, পাকিস্তানের দুইজন এবং নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার। ইংল্যান্ডের যে চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসি একাদশে তারা হলেন দুই ওপেনার অধিনায়ক জস বাটলার এবং আলেঙ হেলস। দুজনই দারুন খেলেছেন এবারের বিশ্বকাপে। দুই পেসার স্যাম কারেন এবং মার্ক উড। কারেনতো ফাইনালের সেরা এবং টুর্নামেন্টের সেরা দুটি পুরষ্কারই জিতেছেন। মার্ক উড নিয়েছেন ৯ উইকেট। সেমিফাইনাল থেকে বাদ পড়া ভারতের রয়েছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দুজনই দুর্দান্ত খেলেছেন এবারের বিশ্বকাপে। আর ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের রয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদি এবং স্পিনার সাদাব খান। এ দুজনই নিয়েছেন ১১টি করে উইকেট।
নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে একটি সেঞ্চুরি সহ ১৫৮.২৬ স্ট্রাইকরেটে করেছেন ২০১ রান । জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৮ ম্যাচে ১৪৭.৯৭ স্ট্রাইক রেটে ২১৯ রান করেন তিনি। আসরের সর্বোচ্চ ১১ ছক্কা এসেছে তার ব্যাট থেকে। সে সাথে উইকেট নিয়েছেন ১০ টি।
দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া তার দুর্দান্ত বোলিং এর কারনে জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে নরকিয়ার শিকার ১১ উইকেট। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া । ব্যাট হাতে ১২৮ রান করার পাশাপাশি বল হাতে নেন ৮টি উইকেট।