হজরত মুহম্মদ (স.) কে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রভাব পড়ল ফুটবলে। বলা ভাল কাতার বিশ্বকাপে। চলতি বছরের শেষের দিকে কাতারে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। কিন্তু ভারতের ফুটবলপ্রেমীদের মনে আশঙ্কার কালো মেঘ। ভারতীয় প্রতিদিন পত্রিকার মাধ্যমে জানা গেছে বিশ্বকাপের সময়ে কাতারে থাকার জন্য আবেদন জানিয়েছিলেন এক ভারতীয় ফুটবলপ্রেমী। তাঁর কাছে বিশ্বকাপের টিকিটও রয়েছে। কিন্তু সেই ফুটবলপ্রেমীর আবেদন খারিজ করে দিয়েছে কাতার সরকার।
তৎকালীন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। একযোগে ভারতের নিন্দা করেছে ইসলামিক দেশগুলি। ভারতের রাষ্ট্রদূতদের ডেকে জবাব চাওয়া হয়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্যের জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে ভারত সরকারকে। কমল বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির টুইট প্রকাশ্যে এসেছে। লিখেছেন, ‘আমার এক বন্ধুর কাছে কাতার বিশ্বকাপের টিকিট আছে। সেই সময়ে কাতারে থাকার জন্য আবেদন করেছিল সে। কিন্তু কাতারের সরকারি ওয়েবসাইট থেকে তাকে জানানো হয়েছে, এই মুহূর্তে ভারতীয়দের কাতারে আসতে দেওয়া হবে কিনা সেই নিয়ে আলোচনা চলছে। তাই এখনই কাতারে আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।’ সঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।