বিশ্বকাপে কলির ইতিহাস

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুটিংয়ে এর আগে বাংলাদেশের কোনো শুটারই ফাইনালে পৌঁছাতে পারেননি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন কামরুন নাহার কলি। জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফাইনাল খেলে অষ্টম হয়েছেন এই শুটার। খবর বাংলানিউজের।

এর আগে বাছাইপর্বে ষষ্ঠ হয়েছিলেন কলি। তার স্কোর ছিল ৬২৮.৪। ফাইনালে আটজনের ১৪৮.৫ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন তিনি। ইভেন্টে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির মেসজারোস এস্তার। রৌপ্য জিতেছেন পোল্যান্ডের স্তাঙ্কিভিচ। বিশ্বকাপে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। আমরা শুটিং অঙ্গন দারুণ গর্বিত। ’

কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়শিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে কোনো বাংলাদেশি শুটারের সর্বোচ্চ স্কোর।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারিতেও রেমিটেন্সে গতি একদিনে এল ৭ কোটি ডলার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাবার্ষিকী