যেন এক নিমিষেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল করিম বেনজেমার। কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আর ২৪ ঘণ্টা আগে ইনজুরির আঘাতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। ফ্রান্স হারাল দলের খুব গুরুত্বপূর্ণ এক সদস্যকে। কাতারে গতকাল রোববার সন্ধ্যায় পর্দা উঠেছে এই বিশ্ব আসরের। তার আগের দিন মাঝরাতে বেনজেমার বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ বলে জানায় ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরি ভোগাচ্ছিল তাকে।
মৌসুমের শুরুতে পড়েছিলেন হাঁটুর ইনজুরিতে। পরে পায়ের পেশিতে আঘাত পান তিনি। ফলে বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রদের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ।শেষ পর্যন্ত সে ইনজুরি কাটিয়ে গত শনিবারই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বেনজেমা। তবে পেশির সমস্যার কারণেই অনুশীলন শেষ করতে পারেননি বলে জানিয়েছে ক্রীড়া পত্রিকা লেকিপে ও আরএমসি স্পোর্ট ।
ফ্রান্সের পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে বেনজেমার ইনজুরির বিষয়ে কিছু জানানো হয়নি। কোচ দিদিয়ে দেশম দু:খ প্রকাশ করে দলের বাকিদের নিয়েই ভালো করার আশাবাদ জানান। তিনি বলেন করিমের জন্য আমার খুব খারাপ লাগছে। এই বিশ্বকাপকে সে বড় লক্ষ্য বানিয়েছিল। ফ্রান্স দলে নতুন এই ধাক্কার পরও স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ফ্রান্সের ২০১৪ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন বেনজেমা।
পরের বছর সেক্সটেপ কান্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের অপেক্ষা শেষে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের আগে দেশমের দলে ফেরেন বেনজেমা। তারপর থেকে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। গত মৌসুমটা বেনজেমার কাটে স্বপ্নের মতো।
রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি’অর।