বিশ্বকাপ ব্যর্থতা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:১৬ পূর্বাহ্ণ

আফগানিস্তান ও নেদারল্যান্ডসের মতো দল চমক দেখালেও বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। দুটি মাত্র জয় নিয়ে দেশে ফিরে আসে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে টাইগারদের সে ব্যর্থতায় চরম হতাশ ভক্ত ও সমর্থকরা। ভক্ত ও সমর্থক সবার মনেই এখনো ক্রিকেটের বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার বেদনায় দগ্ধ। সবার মনেই রাজ্যের হতাশা। ক্রিকেটার, অধিনায়ক, প্রধান কোচ, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির সমালোচনা চারিদিকে। এদিকে জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শেষ হওয়ার অনেক পরে নিজেদের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তৎপর বিসিবি। টাইগারদের পারফরম্যান্স কেন খারাপ হলো? কোথায় কোথায় ভুলত্রুটি ছিল? দল নির্বাচন ও ক্রিকেটার বাছাই ঠিক ছিল কিনা? লক্ষ্য, পরিকল্পনা, কৌশল নির্ধারণ ও টিম কম্বিনেশনে কোনো ত্রুটি ছিল কিনা? কেউ দায়িত্বে অবহেলা করেছেন কিনা? এসব খুঁটিয়ে দেখতে অবশেষে তদন্ত কমিটি করেছে বিসিবি।

বোর্ডের সবচেয়ে সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজকে চেয়ারম্যান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুজন সিনিয়র বোর্ড পরিচালক মাহবুব আনাম ও আকরাম খানকেও রাখা হয়েছে এই তদন্ত কমিটিতে। এই তিনজনকে তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০২১ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে চরম ভরাডুবির পরও ২ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। কাকতালীয়ভাবে সে তদন্ত কমিটিরও প্রধান ছিলেন এনায়েত হোসেন সিরাজ। আর সদস্য ছিলেন জালাল ইউনুস। সে তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি। তাদের রিপোর্টে কারা দোষী, কাদের কারণে টিটোয়েন্টি বিশ্বকাপে দল ব্যর্থ হয়েছিল তা জানা যায়নি। এখন দেখার বিষয়, সেই এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে এবারের তদন্ত কমিটি কী করে।

পূর্ববর্তী নিবন্ধসিভিও ক্রিকেট ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রথম সভায় বসা হলো না নবনির্বাচিত কমিটির