বিশ্বকাপ বাছাই পর্ব খেলা শেষ জাহানারা ও ফারজানার

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই শুরুর আগেই বড় ধাক্কা এলো বাংলাদেশ দলের জন্য। আঙুলের ইনজুরির কারনে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এছাড়া করোনা পজিটিভ হয়ে আপাতত ঘরবন্দি দলের সেরা ব্যাটারদের একজন ফারজানা হক। ফলে দলের দুই সেরা তারকাকে হারিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ শিবির। এই দুজনের বদলি হিসেবে আজ শনিবার দলের সঙ্গে যোগ দেবেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার। আবু ধাবিতে গত বৃহস্পতিবার অনুশীলনে ইনজুরিতে পড়েন জাহানারা আলম। ডানহাতি পেসারের ডানহাতে সেলাই পড়েছে দুটি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট শিকারি একমাত্র পেসার জাহানারা। ৭১ ম্যাচে তার উইকেট ৫৫টি। জাহানারার চেয়েও বড় ঘাটতি অবশ্য ফারজানাকে না পাওয়া। বোলিংয়ে জাহানারার অভাব হয়তো অন্যরা পুষিয়ে দিতে পারবেন, কিন্তু ব্যাটিংয়ে এমনিতে নড়বড়ে দলের জন্য ফারজানার মতো একজনের ঘাটতি পূরণ করা কঠিন। টি-টোয়েন্টিতে হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার ফারজানা। তার রান এখন ১০৬৪। জাহানারার বদলে সুযোগ পাওয়া তৃষ্ণা এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। তবে ৫টি ওয়ানডে খেলেছেন ২০ বছর বয়সী বাঁহাতি এই পেসার। তাতে উইকেট নিয়েছেন ৫টি। ফারজানায় জায়গায় দলে আসা সোহেলি আক্তার বাংলাদেশের ক্রিকেটে অনেক পুরনো মুখ। দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে ২০১৪ সালে। আগামী রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে ফেভারিট বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধআলোসিঁড়ি ক্লাবের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপটিয়ায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ