বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে মূখ্য আলোচক ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র গবেষক ড. প্রকাশ দাশগুপ্ত। অতিথি ছিলেন ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদিউর রহমান জাদিদ। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠা পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশ গুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।