জাতিসংঘের দশ বছর মেয়াদি মহাসমুদ্র পরিকল্পনায় হাইড্রোগ্রাফির অবদান- হাইড্রোগ্রাফি কন্ট্রিবিউটিং টু দ্য ইউনাইটেড নেশনস ওসান ডিকেড- এই প্রতিপাদ্যে গতকাল বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ নৌবাহিনীর চিফ হাইড্রোগ্রাফারের ব্যবস্থাপনায় চট্টগ্রামে নৌঘাঁটি ঈসা খান এরিয়া মাল্টিপারপাস হলে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সদস্যবৃন্দ, হাইড্রোগ্রাফিক ও মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ, বিভিন্ন সমুদ্র বন্দর, বিশ্ববিদ্যালয়, মেরিটাইম রিসার্চ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক হাইড্রোগ্রাফার উপস্থিত ছিলেন।
সেমিনারে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, সমুদ্র বিজ্ঞানে স্যাটেলাইট প্রযুক্তির প্রয়োগ এবং জাতিসংঘ ঘোষিত সমুদ্র দশকের অভীষ্ট লক্ষ্য অর্জনে সমুদ্র বিষয়ক জ্ঞানের প্রয়োজনীয়তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এম মিনারুল হক। প্রেস বিজ্ঞপ্তি।