বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল আগ্রাবাদ জেলা কার্যালয়ে হযরত গাওসে পাক (র🙂 ও জামে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা এমদাদুল হক সায়ীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কাওসার, কামরুল আলম নকীব প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।