বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার সালাতু সালাম মাহফিল

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আওয়াল ক্বাদেরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নাঈম উদ্দীন, আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরো উপস্থিত ছিলেন নাফিজ মোবারক, আজিজ মাবরুর, আরিফ আল আহসান, আশরাফুল আলম, আমির হোসাইন, কামরুন নাজাত, শাহানা আক্তার, ফাতেমা ইফতেখার লিজা, রাবেয়া মোবাশশেরা, তারেকুর রহমান, সাইফুল ইসলাম, মোস্তাক রায়হান, রিয়াজ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুলের প্রেম ও বন্ধন ই মাআবুদ আল্লাহ ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লামের প্রেমবন্ধনঈমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলেম ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধরেহানা ইব্রাহীম