বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার আনন্দ শোভাযাত্রা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

মহান ঈদে আজম উপলক্ষে সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা পরবর্তী সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেত্রী সাবিনা খাতুন সাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে থানা ও জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, ঈদে আজমের মূল শিক্ষা হলো সত্য ও মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো কায়েম করা। না হয় সত্য ও মানবতার বিপরীত কাঠামো কায়েম থাকবে। মিথ্যা অবিচার জুলুম শোষণ অত্যাচার নিপীড়ন নিগ্রহ এর শিকার হতে থাকবে। প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনের উদ্দেশ্য হলো সত্য ও মানবতার বিপরীত ধারা উৎখাত করে জগতব্যাপী শান্তি ও মানবতার ধারা কায়েম করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’
পরবর্তী নিবন্ধসংঘাত নয়, শান্তির বাংলাদেশ গড়ি