প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে গত ২৮শে সেপ্টেম্বর বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার কর্মী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারি আল্লামা ইলিয়াস শাহ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। প্রধান বক্তা ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওছার। উপস্থিত ছিলেন কামরুল আলম নকীব, আলী হোসেন, মাওলানা নজরুল ইসলাম, কুতুবউদ্দিন, মাওলানা আবদুল আলীম, মাওলানা ফরিদুল আলম, আবদুর রহিম, আবুল কালাম,নাফিজ নেজাম, সরওয়ার আলম, সুজন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই। নেতৃবৃন্দ প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।