বিশ্ব শিক্ষক দিবস পালিত

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালী : বাঁশখালী প্রাতনিধি জানান, উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক র‌্যালি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অসংখ্য শিক্ষাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। তাদের পরিশ্রম, নিষ্ঠা ও আত্মত্যাগেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় :কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষকের মর্যাদা, রাষ্ট্রের উৎকর্ষতা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। ছাত্রী তাহজিম রহমানের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজগর। আলোচনায় অংশগ্রহণ নেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, মো. আলম, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষকরাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। দেশ ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বোয়ালখালী: বোয়ালখালীতে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি’ এই প্রতিপাদ্যে গতকাল রোববার পালিত

হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলে স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.পার্থ প্রতীম ধর। বিশেষ অতিথি ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক যথাক্রমে পূর্ব কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল সিতারা তাহের ও দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।

খাগড়াছড়ি :খাগড়াছড়ি প্রতিনিধি জানান,খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি এবং শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ-সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ‘লাইফ সাপোর্টে’
পরবর্তী নিবন্ধগহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের গুণীজন সংবর্ধনা