প্রতি বছরের মতো এবারও দেশে গত ৩ থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপিত হচ্ছে। ‘পুঁজিবাজারের পরিপ্রেক্ষিতে টেকসই অর্থায়ন ও বিনিয়োগকারীদের সহনশীলতা’ শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে দিবসটি উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের শিক্ষার উন্নতি ও উন্নয়নের জন্য আইওএসকো-এর প্রতিশ্রুতির ধারাবাহিকতায় চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গতকাল ‘পুঁজিাবাজারের প্রেক্ষিতে টেকসই অর্থায়ন ও বিনিয়োগকারীদের সহনশীলতা’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুর রাহমান। সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ওয়েবিনারে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। মূল নিবন্ধ উপস্থাপনা করেছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেড অব ট্রেনিং এন্ড আওরেনেস এম সাদেক আহমেদ।











