প্রগতিশীল নাগরিক সমাজ এর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘বিশ্ব বসতি দিবস’ পালন উপলক্ষে নাগরিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন হায়দার আলী চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ রুবেল হোসাইন নীল, মোহাম্মদ শিপন, মোহাম্মদ শাহজাহান, রাহেনা বেগম, রোজিনা আক্তার, সবিতা রানী, মোহাম্মদ হানিফ, শাহনাজ বেগম ও বেবী দাশ।
লায়ন হায়দার আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, এই বছর ‘তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব বসবাস দিবস পালিত হচ্ছে। মাত্র ৫৫ হাজার বর্গমাইল আয়তনের এই বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস দেশকে পরিবেশ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। চট্টগ্রাম মহানগরীর প্রায় ৭০ ভাগ ভোটারের কোনো স্থায়ী ঠিকানা নেই। এমন পরিস্থিতি মোকাবেলায় ও নগরীতে ভূমিহীন ভোটারদের স্থায়ী বসবাসের জন্য উদ্যোগ নিয়েছে প্রগতিশীল নাগরিক সমাজ। প্রেস বিজ্ঞপ্তি।