বিশ্ব বসতি দিবস আজ

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

আজ সোমবার বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’এ আলোচনা সভা হবে। খবর বাসসের।

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন। এছাড়া, আজ র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনীর আয়োজন থাকবে। বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া, আজ সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।

পূর্ববর্তী নিবন্ধগাজার ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে ফিলিস্তিনিদের লাশ, নিহত ১৮
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ : স্বরাষ্ট্র উপদেষ্টা