বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দৃষ্টি চট্টগ্রামের ক্লাইমেট কংগ্রেস কাল

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামীকাল ৪ জুন বিকেল ৪টায় থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করেছে ‘ক্লাইমেট কংগ্রেস’। এতে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ ও স্লোগান প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক ও ক্লাইমেট সংলাপ। ক্লাইমেট সংলাপে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণী বিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। আমেরিকান কর্নারের সহযোগিতায় আয়োাজিত অনুষ্ঠানে অতিথি থাকবেন সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান। আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে আছে প্রথম আলো বন্ধু সভা চট্টগ্রাম, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এসডিএস, পোর্ট সিটি ডিবেট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্স এণ্ড হায়ার ষ্টাডি সোসাইটি, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব ও ইউএসটিসি ফার্মা ডিবেট ফোরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নেশাগ্রস্ত দুই চালককে দণ্ড
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু