বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে লায়ন্স ডিস্ট্রিক্ট ডায়াবেটিস অ্যাওয়ারনেস সাব কমিটির উদ্যোগে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে জনসাধারণের মধ্যে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা বিষয়ক বই বিতরণ করা হয়। কর্মসূচিতে ৫০০ জনের ডায়াবেটিস পরীক্ষাসহ রোগীর নাম সম্বলিত একটি ডাটাবেইজ তৈরি করা হয়।পরবর্তীতে উক্ত রোগীদের ডাটাবেইজের ভিত্তিতে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডায়াবেটিস অ্যাওয়ারনেস সাব কমিটির চেয়ারম্যান লায়ন ডা. নওশাদ আহমেদ খানের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি লায়ন মোর্শেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী। উপস্থিত ছিলেন লায়ন রোকেয়া হক, লায়ন মনোয়ারা বেগম, লায়ন আমিনা সুলতানা ডলি, লায়ন সোহেলা মাহমুদ, লায়ন সাব্বির আহমেদ চৌধুরী, লায়ন সায়মা সুলতানা, লায়ন হাবিবুর রহমান, লায়ন নাজমা হোসাইন,লায়ন হুমায়রা ইসলাম,লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, লায়ন অধ্যাপক ববি বড়ুয়া, লায়ন আশিকুল আলম আশিক, লায়ন ফরিদ আহমেদ, লায়ন আরশাদুর রহমান, লায়ন শাহাজাহান, লিও আতিক শাহরিয়ার সাদিফ,লিও ইসমাইল বিন আজিজ আলভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।