বিশ্ব গোলাপ দিবস আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

ফেলে রেখে গিয়েছিলে ভুলে/ খোঁপার গোলাপ/ সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি/ তোমার সৌরভ।’ (রফিক আজাদ) মার্কিন সাহিত্যিক গ্রারট্রুড স্টেইনের কবিতায় এসেছে, ‘আ রোজ ইজ আ রোজ ইজ আ রোজ’। কবি শামসুর রাহমান বলেছেন, ‘গোলাপই কেবল গোলাপের প্রতীক হতে পারে’। অন্যান্য সাহিত্যিকদের সাহিত্যকর্মেও নানাভাবে এসেছে গোলাপের কথা। বিশেষ করে প্রেমের গল্প ও কবিতায়।

কবিসহিত্যিকদের এত গোলাপ বন্দনার কারণ, ফুলের রাণী বলা হয় গোলাপ’কে। বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় আছে এ ফুল। ক্ষেত্র বিশেষে ভালোবাসার প্রতীক হয়ে উঠে গোলাপ। এর সত্যতা মিলেছে ২০১৪ সালের এক জরিপ থেকে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সে বছর ভালোবাসা দিবসে যত ফুল উপহার দেয় তার ৮০ ভাগ ছিল গোলাপ। অর্থাৎ ভালোবাসা নিবেদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গোলাপ।

গোলাপ নিয়ে উন্মাদনার দিনটি অর্থাৎ ভালোবাসা দিবস আসতে আরো ৭দিন বাকি। তার আগেই আজ হাজির হল গোলাপ দিবস। আজ বিশ্ব গোলাপ দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে এদিন পছন্দের মানুষকে গোলাপ উপহার দেয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। অবশ্য বাংলাদেশে ব্যাপকভাবে দিবসটি উদযাপন করা হয় না।

পূর্ববর্তী নিবন্ধসিঁদ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ, আ. লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোলাপ চাষেই সমৃদ্ধি