বিশ্ব কবিতা দিবসে তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন

‘কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া’

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বিশ্ব কবিতা দিবস ছিল গতকাল শুক্রবার। ১৯৯৯ সালে ইউনেস্কো এদিনকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ২০২৫ সালের বিশ্ব কবিতা দিবসের প্রতিপাদ্য -‘শান্তি ও অন্তর্ভুক্তির সেতু হিসেবে কবিতা’। গতকাল শুক্রবার আবৃত্তি, কথামালা ও কবিতাপাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস। তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে ‘কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া’ শিরোনামের এ আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন, তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, স্বদেশ, ভাষা, প্রেম, প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ের কবিতা আবৃত্তি করেন, শারমিন মুস্তারী নাজু, সুমি বিশ্বাস, রাজেশ্বরী চৌধুরী, পিংকী কর, অরিন্দম সরকার শাওন, কারিশমা কবির ঐশী, মোহাম্মদ মুফরাত হোসেন, পায়েল বিশ্বাস, আবৃত্তি গুপ্তা, তন্বী ঘোষ নন্দী, অর্পিতা দাশগুপ্তা, চিংকু রানী শীল, সৌমেন দাশ, ঊর্মি নন্দী, আরিফুর রহমান, মেরিনা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন নোটন কান্তি বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপতিত স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে