বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সালাতু সালাম মাহফিল

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম পটিয়া উপজেলায় বিনানিহারা শাখার উদ্যোগে ১০ নভেম্বর বিনানিহারা কার্যালয়ে হযরত গাউসে পাক (রহ🙂 ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহ আলমের সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা হাফেজ ক্বারি আল্লামা ইলিয়াস শাহ। আরও উপস্থিত ছিলেন এরশাদুল আলম, নুর রশিদ, জাহাঙ্গীর আলম, ইলিয়াছ, আবদুল্লাহ, ইয়াকুব, ইমন, রুবেল, নাঈম প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা চট্টলার কিংবদন্তীর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধশঙ্কা কাটিয়ে আমনের মাঠে সোনালি হাসি