আনোয়ারা প্রতিনিধি
বিশ্ব ইজতেমায় আনোয়ারার মো.আলম (৬৫) নামের ১মুসল্লির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের মৃত কবির আহমদের দ্বিতীয় পুত্র। গতকাল রোববার রাতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের চাচাতো ভাই মো.জাকির সওদাগর জানান, শনিবার বিশ্ব ইজতেমায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করে রাত ১১ টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত মো.আলম গত বুধবার কৈখাইন থেকে বিশ্ব ইজতেমায় যোগ দেন।