বিশেষ গণটিকা ক্যাম্পেইন আজ

জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন ছাড়াও মিলবে টিকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ এর আওতায় আজ চট্টগ্রামে ৪ লাখেরও বেশি প্রথম ডোজ টিকা দেয়া হবে। মহানগরীর ৪১ ওয়ার্ডে এবং জেলার উপজেলাগুলোতে এ টিকাদান কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ ছাড়াও আজকের বিশেষ এ ক্যাম্পেইনে টিকা নেওয়া যাবে। এছাড়া যারা ইতিমধ্যে নিবন্ধন করেও টিকা নিতে পারেননি তারাও আজ টিকা নিতে পারবেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ ক্যাম্পেইনের আওতায় মহানগর ও উপজেলা পর্যায়ে অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রথম ডোজ টিকা দেয়া হবে। তবে স্থায়ী কেন্দ্রগুলোতেও টিকাদান অব্যাহত থাকবে বলেও জানান সিভিল সার্জন।
শনিবার মহানগরীসহ চট্টগ্রাম জেলায় প্রায় ৪ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা প্রয়োগের টার্গেট নির্ধারণ করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসি হাসপাতালে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
পরবর্তী নিবন্ধযুদ্ধকে অজুহাত বানিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি