বিশুদ্ধ আত্মা ও কর্মের পরিশুদ্ধিতার জন্য শরিয়ত-তরিক্বত দুটোই চর্চা জরুরি

রজভীয়া নূরীয়া কমিটির সম্মেলনে আল্লামা নূরী

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী বলেন, শরিয়ত ও তরিক্বত দুটোই একে অপরের পরিপূরক। শরিয়ত ছাড়া তরিক্বত চর্চা অর্থহীন। আবার তরিক্বত উপেক্ষা করে শরিয়ত চর্চাও মূল্যহীন। বিশুদ্ধ আত্মা গঠন এবং কর্মের পরিশুদ্ধিতা অর্জনে শরিয়ততরিক্বত দুটোর চর্চাই জরুরি। তিনি গত ৩ নভেম্বর নগরীর অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ট্রাস্টের অঙ্গ সংগঠন রজভীয়া নূরীয়া কমিটি মহানগরের দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাযী মুহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। প্রধান বক্তা ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ আয়ুব তাহেরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল খায়ের নক্সবন্দী, আলহাজ মুসা সওদাগর, এ এম এম সোবাইর, আব্দুল কাদের, আবুন নূর মুহাম্মদ হাস্‌সান নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মাস্টার মুহাম্মদ হারুন, আনোয়ার রেযা, মুহাম্মদ আজীম উদ্দিন। প্রতিনিধি সম্মেলনে অ্যাডভোকেট ছলিম উদ্দিন খানকে সভাপতি, মুহাম্মদ করিম মিয়াকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক মতবিনিময়
পরবর্তী নিবন্ধআলো রাণী শীল