বিশিষ্ট ক্রীড়া সংগঠক সেলিম আবেদীন চৌধুরী আর নেই

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:২৩ পূর্বাহ্ণ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মোহামেডানের গভর্নিং বর্ডির মহাসচিব সেলিম আবেদীন চৌধুরী (৭৩) আর নেই। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি বিশিষ্ট সমাজসেবক মরহুম জয়নাল আবেদীন চৌধুরীর সেঝো পুত্র। সেলিম আবেদীন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি একাধারে অ্যাথলেট, ক্রিকেটার এবং ফুটবলার ছিলেন। জেলা দলের হয়ে খেলেছেন ক্রিকেট। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন।
সেলিম আবেদীন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেলের চাচা। তার ছেলে ওয়ালিউল আবেদীন শাকিলও একজন ক্রিকেটার। তিনি জেলা ক্রীড়া সংস্থায় আবেদীন ক্লাবের কাউন্সিলর ছিলেন। তার ভাই সুলতানুল আবেদীন চৌধুরীও ছিলেন জাতীয় ক্রিকেটার। মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম মোহামেডানের গভর্নিং বডির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নানা সময় চট্টগ্রাম ক্লাবের মত ঐতিহ্যবাহী ক্লাবের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন। বলতে গেলে চট্টগ্রামের ক্রিকেট বলতে এক সময় আবেদীন পরিবারকেই বোঝাতো। কারন পরিবারটির প্রায় সবাই ক্রিকেটার।
তার বড় ভাই শামসুল আবেদীন ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ। আজ বাদ জোহর আবেদীন কলোনি মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১১ টায় তার দীর্ঘদিনের প্রিয় প্রাঙ্গন এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক সেলিম আবেদীন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিনের ক্রীড়াঙ্গনের সহকর্মীকে হারিয়ে গতকাল অনেকেই ছুটে যান তার বাড়িতে। এদিকে সেলিম আবেদীন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, তাহের উল আলম চৌধুরী স্বপন, জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মোহামেডানের সভাপতি শাহ আলম বাবুল, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, সেলিম আবেদীন চৌধুরীর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।

পূর্ববর্তী নিবন্ধএকতরফা কাউন্সিল মেনে নেওয়া হবে না : ফয়জুল্লাহ
পরবর্তী নিবন্ধফিল্ড হসপিটাল থেকে পূর্ণাঙ্গ হাসপাতাল