বিশালাকার চারটি মাগুর বিক্রি হলো ২০ হাজার টাকায়

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় চারটি মাগুর মাছ বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়। এসব মাগুর মাছের প্রতিটির ওজন ৬ কেজি থেকে ৮ কেজি পর্যন্ত। তবে এসব মাগুর চাষ নিষিদ্ধ বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কার্যালয়। গতকাল শনিবার সকালে ওই এলাকার মুহুরীপাড়ার স্থানীয় একটি পুকুরের পানি সেচের পর মাগুর মাছ চারটি ধরা পড়ে।

পুকুরের মালিক বিভু মুহুরী বলেন, তাদের পুকুরের পানি সেচে অন্যান্য মাছের সঙ্গে এই মাছ চারটি পেয়েছেন। তবে পুকুরটিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় না। পরে এগুলো স্থানীয় বাজারে এনে ৪টি মাছ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, দেশীয় মাগুর মাছ এত বড় হয় না। এটি সম্ভবত আফ্রিকান মাগুর মাছ হবে। কোনো চাষের পুকুরে এই ধরনের মাগুর সচরাচর দেখা যায় না। কারণ একটি মাগুর মাছ এক কেজি ওজনে পৌঁছাতে ১৪ কেজি অন্যান্য মাছ খেয়ে ফেলে। যে কারণে আফ্রিকান মাগুর চাষ সরকার নিষিদ্ধ করেছে। তাই এই মাগুর চাষ কোথাও হয় না।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধসাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের কৃতী শিক্ষাথী সংবর্ধনা