রাঙামাটির বিলাইছড়ির বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বের কাজ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এই বাছাই পর্বের কাজ সম্পন্ন করা হয়।
বাছাই পর্বে কোনো প্রার্থী বাদ পড়েননি। নির্বাচনে ঐ ইউনিয়নটির ৩নং ওয়ার্ডে অন্যকোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অক্যিয়ামং মারমা নামের এক ইউপি সদস্য পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই পর্বের কাজ শেষ হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সত্যচন্দ্র ত্রিপুরা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতুমং মারমা, ফিলিপ ত্রিপুরা ও লাতু উ মার্মাসহ ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন সদস্য পদপ্রার্থী রয়েছেন।
নির্বাচন অফিস থেকে মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ২টি মনোননয়নপত্র জমা পড়েনি।
আগামী ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৪ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন।
বড়থলী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৫ জন ও নারী ভোটার ১ হাজার ১ জন ।
বড়থলীর ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম।
উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলার নতুন ৪নং বড়থলী ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২৬ আগস্ট মঙ্গলবার।