রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকা কেংরাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৮০টি দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার কেংড়াছড়ি বাজারের একটি চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০টির মতো দোকান ও বসত ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার খবরা–খবর নিতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। খবর বাসসের।
বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনন্দ তঞ্চঙ্গ্যা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, পুলিশ, আনসার, স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এদিকে কেংরাছড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।












