বির্জাখাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে মহানগরী জামায়াতের আমীর

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকৃত নগরীর বাকলিয়াস্থ বির্জাখালের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। শুক্রবার জুমার আগে এই পরিদর্শনে যান তিনি। এ সময় শাহজাহান চৌধুরী কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক দশকের ভাঙা ব্রিজে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধধসে পড়ছে নদীরক্ষা ব্লক, আবারও ভাঙন ঝুঁকি