বিরল প্রজাতির মাছটি সম্পর্কে যা জানা গেছে

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের দুবলারচরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি প্যারটফিস (তোতা মাছ)। গত শুক্রবার দুপুরে সাগরে মাছ ধরার সময় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে দুবলারচরের আলোরকোল জেলেপল্লীতে নিয়ে যাওয়া হয়। আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি জানান, সাতক্ষীরার এক জেলে শুক্রবার দুপুরে সাগরে মাছ ধরা জন্য জাল ফেলেন। জাল উঠিয়ে দেখেন, তার জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়েছে। জানা যায়, সামুদ্রিক প্রবালের বাসিন্দা এই মাছটির বৈজ্ঞানিক নাম knobsnout parrotfish। এটি প্রায় ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের শরীর নীল, লালচে-বাদামী, সাদা বা কালো দাগ থাকতে পারে। প্রাপ্তবয়স্ক মাছের গালে সাদা দাগ এবং কপালে পিণ্ড থাকে। এটি সেন্ট মার্টিন, মিয়ানমার, ভারত, শ্রীলঙ্কা, আন্দামান, জাপান ও তাইওয়ানের উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধদর কমিয়ে পোশাক বানানোর যুদ্ধে নামবেন না
পরবর্তী নিবন্ধটেকনাফে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু